Top

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমানের কারচুপির পরিকল্পনা রয়েছে

২৭ ডিসেম্বর, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমানের কারচুপির পরিকল্পনা রয়েছে
রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কারচুপির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

মঙ্গলবার সকালে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের কাছে তিনিএমন অভিযোগ করেন।ডালিয়া বলেন,আমি শতভাগ আশাবাদী। রংপুরের মানুষ আমাকে ভোট দেবে।

তার অভিযোগ ভোটের আগে জাপার প্রার্থী কী করে বলে দেন যে, সব ভোট তিনি পাবেন। এটা অদ্ভুত ধরনের কথা। আমি মনে করি, তার আগে থেকেই ভোট কারচুপির পরিকল্পনা আছে।তিনি বলেন, ইভিএম পদ্ধতি নিয়ে সবারই প্রশ্নবোধক চিহ্ন ছিল, তবে এসে দেখলাম জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

আমি মনে করি, আগামী জাতীয় নির্বাচনেও এই পদ্ধতিতে ভোট নেয়া উচিত।খুব সহজেই ইভিএমে ভোট দেয়া যায়।প্রচন্ড শীতের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি করপোরেশন

নির্বাচনে ভোট দেয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই সিটিতে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়ার পাশাপাশি আরও ৫রাজনৈতিক দলের মনোনীত ও দুই স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৯ জন মেয়র পদে লড়ছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩২ ওয়ার্ডে ১৮৩ ও ৩৩ ওয়ার্ডের ১১ সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৬৮ জন। ২০১২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর রংপুরে তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে।

 

শেয়ার