দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কচুরি পানা ভরাট পুকুর থেকে হাচানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলার পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হাচানুর রহমান (৪০) উপজেলার একই গ্রামের ভঘু পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান , আমরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে আগে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে মৃত হাচানুরের মা হাসিনা বেগম জানান, মাদক ব্যবসায়ীর সাথে মাদক বেচা কেনার টাকা লেনদেনের জের ধরেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, মাদক কারবারীদের সাথে বিবাদে এমনটা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের পর সবকিছু বোঝা যাবে।