রংপুর কর অঞ্চলের ৫৬ সেরা করদাতাদের সম্মাননা দেয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর অঞ্চল রংপুরের আয়োজনে রংপুর সিটি কর্পোরেশন, জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৫৬ জন সেরা করদাতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। কর অঞ্চল রংপুরের কমিশনার শাহীন আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রংপুর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মির্জা আশিক রানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, অর্থনীতির চাকা ঘোরাতে হলে রংপুরে শিল্প, কল-কারখানা গড়ে তুলতে হবে। তাহলে মানুষের কর্মসংস্থান হবে, লেনদেন বৃদ্ধিসহ বেশি রাজস্ব আদায় হবে। রংপুর অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দকে শিল্প কল-কারখানা গড়ে তুলতে হবে।
এজন্য ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। রংপুরে কৃষি ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার উত্তরাঞ্চলে শিল্প কল-কারখানা স্থাপনে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।