Top

শ্বশুরের ঘুষিতে জামাইয়ের মৃত্যু, পিতাকে আসামি করে মেয়ের মামলা

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
শ্বশুরের ঘুষিতে জামাইয়ের মৃত্যু, পিতাকে আসামি করে মেয়ের মামলা
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধায় শ্বশুর চান মিয়ার মার খেয়ে আনছার আলী (৫০) নামের এক জামাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা দায়ের করেছেন তার মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, নিহত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলী। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের শ্বশুর চান মিয়ার বাড়িতে ঘরজামাই হেসেবে বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর চান মিয়ার সাথে জামাই আনছার আলীর কথা কাটিকাটি হয়। একপর্যায়ে আনছারকে বুকে পিঠে কিল-ঘুষি মারতে থাকেন চান মিয়া । এতে গুরুতর অবস্থায় আনছারকে পলাশবাড়ি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদি হয়ে তার বাবা চান মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার