ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালাজ্বর ব্যাধি শনাক্তকরণে দ্রুত ও কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। আরটিপিসিআরভিত্তিক নন-ইনভেসিভ মলিকিউলার ডায়াগনস্টিক নামক নতুন এ পদ্ধতি আবিষ্কার করেছে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিমের নেতৃত্বাধীন গবেষক দল।
প্রচলিত পদ্ধতিতে কালাজ্বরের পরজীবী শনাক্ত করতে প্রায় ৭ দিনের মতো সময় লেগে যায়। কিন্তু আরটিপিসিআরভিত্তিক নতুন এ উদ্ভাবনে মূত্র পরীক্ষার মাধ্যমে মাত্র তিন ঘন্টা ব্যয়ে কালাজ্বর শনাক্ত করা সম্ভব হবে জানিয়েছেন গবেষক দল। এতে যেমন বাঁচবে সময়, তেমনি কমবে স্বাস্থ্যঝুঁকি। পাশাপাশি কোভিডের জন্য প্রতিটি জেলা শহরে আরটিপিসিআর মেশিন থাকায় কমবে রোগ নির্ণয় খরচ।
রবিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
উদ্ভাবনের খুঁটিনাটি উপস্থাপন করতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিপি/আজাদ