Top

বরিশালের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

০৭ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
বরিশালের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
বরিশাল প্রতিনিধি :

সারাদেশের সাথে একযোগে বরিশালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির শুরু হয়েছে আজ। বরিশাল জেলার ৯ টি উপজেলাসহ সিটি করর্পোরেশন এলাকায় টিকা দেয়া হয়। সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে বরিশাল নগরীর ও সদর উপজেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

অপরদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়ার মাধ্যমে বরিশালের ৯ টি উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য নাসরীন জাহান রত্না। এর পাশাপাশি নগরীর জেনারেল হাসপাতাল ও জেলা পুলিশ লাইন্স হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

করোনাভাইরাসের টিকা নিয়ে মানুষের সংশয় দূর করতে বরিশাল নগরীর জেনারেল হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডা. পিযুস কান্তি দাস।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে প্রথম টিকা নিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে প্রথম টিকা নেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। জেলা পুলিশ লাইন্স হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন।

বরিশাল জেলায় প্রথম ধাপে ১ লাখ ৬৮ হাজার ব্যক্তি টিকা পাবেন। এ পর্যন্ত বরিশাল জেলার ১৩ হাজার মানুষের নামের তালিকা স্বাস্থ্য মন্ত্রনারয়ে পাঠানো হয়েছে।

শেয়ার