ইতিহাস ও ঐতিহ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী ১২ জানুয়ারি ৫১ বছরে পা রাখতে যাচ্ছে। মহুয়া আর চন্দ্র মল্লিকার সৌরভে সুরভিত এ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা,১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে জব ফেয়ার ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, সাড়ে ১১টায় শারীরিক শিক্ষা অফিসের পিছনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও সেলিম আল দীন মুক্তমঞ্চে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কর্মসূচির পরের অংশে রয়েছে বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল সাড়ে ৫টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় লোকসঙ্গীত ‘শিল্পী শফী মন্ডলের একক সঙ্গীতানুষ্ঠান’এবং বিকাল ৫টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বরে পিঠা মেলা।
তাছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,অতিথি পাখির অবস্থান নির্বিঘ্ন করার জন্য ওই দিন আনন্দ শোভাযাত্রায় চৌরঙ্গী মোড় হতে শহীদ মিনার পর্যন্ত ড্রাম বাজানো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়টিতে প্রথমে মাত্র ৪টি বিভাগ ২১ জন শিক্ষক আর ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের পরিবর্তনে এখন ৬টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগ ও চারটি ইন্সটিটিউটে সাতশো শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় সাড়ে ১৫ হাজার শিক্ষার্থীর বসবাস।
১৯৭০ সালের ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন। বর্তমান উপাচার্য ড. অধ্যাপক নূরুল আলম। দীর্ঘ পথ পরিক্রমায় এই বিশ্ববিদ্যালয় অসংখ্য জ্ঞানী মানুষের সংস্পর্শ পেয়েছে। যাদের মধ্যে প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম, লেখক হুমায়ুন আজাদ,নাট্যকার সেলিম আল দীন,কবি মোহাম্মদ রফিক অন্যতম।