Top

শেরপুরে বন্য হাতির আক্রমনে কৃষক আহত

১৯ জানুয়ারি, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
শেরপুরে বন্য হাতির আক্রমনে কৃষক আহত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল্লাহ(৪০) নামে এক কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) দুপুরে কাংশা ইউনিয়নের নওকুচি সীমান্তের পাহাড়ে ওই ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ নওকুচি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ রান্নার কাজে লাকড়ী আনতে পাহাড়ে যায়। লাকড়ী সংগ্রহের এক পর্যায়ে বন্যহাতির কবলে পড়েন আব্দুল্লাহ। হাতির আক্রমনে আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়। পরে বন্যহাতির দল ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন আহত আব্দুল্লাহকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎকরা বলেছেন, আব্দুল্লাহ অবস্থা আশঙ্কাজনক । ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

শেয়ার