Top

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে: রাজিব আহসান

২০ নভেম্বর, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে: রাজিব আহসান
তালুকদার রাসেল, পাবনা :

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে পাবনার চাটমোহর বড় বাজারে জনসংযোগ শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশে দেশের ৪৫৭৮ টি ইউনিয়নে জনসংযোগ করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হলে জনগণের সাথে সম্পৃক্ততার কোন বিকল্প নেই। দেশে সংস্কার প্রয়োজন কিন্তু অনির্বাচিত সরকারের দারা পরিপূর্ণভাবে সংস্কার সম্ভব নয়। অতীত থেকে বিএনপি নিয়ে ষড়যন্ত্র হয়ে আসছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে হিমালয়ের মতো বিএনপি টিকে আছে জনসাধারণের হৃদয়ে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব আকাশ, দীপঙ্কর সরকার জিতু, আশরাফুল ইসলাম রাজিব, এসকে সাগর, সদস্য মীর রকিবুল ইসলাম কমল, সদস্য (দপ্তর দায়িত্ব) এস এম আদনান উদ্দিন, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম সরকার, সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান লেবুসহ প্রমুখ।

এম জি

শেয়ার