Top

২৫ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে আইসিসি

২১ জানুয়ারি, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
২৫ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে আইসিসি
স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ধারে, ভারে, অর্থে জৌলুসে ভরপুর সংস্থাটি। নিরাপত্তাও কঠোর। এর ফাঁক গলেই আইসিসিকে নাড়িয়ে দিল একদল প্রতারক। হাতিয়ে নিল প্রায় ২৫ লাখ মার্কিন ডলার!

বলা চলে, বেশ বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ক্রিকেটের সংস্থাটিকে। অনলাইন প্রতারণার শিকার হয়ে হারিয়েছে এত বিশাল অঙ্কের অর্থ। এমনটিই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

তবে টাকার অঙ্কটা নির্দিষ্ট করে বলেনি তারা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো হ্যাকার গ্রুপ এই কাজটি করেছে। আর্থিক এই কেলেঙ্কারির জন্য প্রতারকদের ব্যবহৃত মাধ্যম ছিল বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)। এটি মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত।

এই পদ্ধতিকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) চিহ্নিত করেছে সবচেয়ে আর্থিক ক্ষতিকারক অনলাইন অপরাধের একটি হিসেবে। যুক্তরাষ্ট্রকে এই জালিয়াতি সম্পর্কে জানিয়েছে আইসিসি। চেয়েছে আইনি সহায়তা। কীভাবে, কখন, কয় ধাপে এই অর্থ হাতিয়েছে তা জানা যাবে তদন্তের পর।

বিপি/এএস

শেয়ার