বাংলাদেশ রেলওয়েতে চলমান ইঞ্জিনগুলোর সিংহভাগই অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। পুরনো ইঞ্জিনগুলো দিয়ে ট্রেন পরিচালনায় সমস্যায় পড়েছে সংস্থাটি। বাংলাদেশকে ১০টি ইঞ্জিন দেওয়ার কথা ছিল ভারতের। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ১০টি ব্রড গেজ রেল ইঞ্জিন দিয়েছে ভারত।
গতকাল সোমবার(২৭ জুলাই) দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইঞ্জিনগুলো ভারতের গেদে রেলস্টেশন থেকে দর্শনা হয়ে বাংলাদেশে এসেছে।
অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, ‘বিশ্বের খুব কম দেশের মধ্যেই আমাদের মতো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের অংশীদারি আজ এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে আদর্শ হিসেবে বিবেচিত।’
তিনি বলেন, ‘আমাদের ক্রমবর্ধমান বহুমুখী সহযোগিতার মধ্যে রয়েছে পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, শক্তি, সংস্কৃতি, পরমাণুবিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি, মহাকাশ ও তথ্য-প্রযুক্তি এবং মানুষে মানুষে শক্তিশালী সম্পর্ক। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আপনাদের প্রবৃদ্ধিতে আমরা আনন্দিত।’
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সব আর্থ-সামাজিক সূচকে নতুন মানদণ্ড স্থাপন করেছে।’
কভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের জনগণকে সহযোগিতার জন্য ভারত প্রস্তুত বলে জানান ড. জয়শঙ্কর।