Top

ভেজাল গুড় তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
ভেজাল গুড় তৈরির কারখানায় র‌্যাবের অভিযান
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্যাপুরে ভেজাল গুর তৈরির অপরাধে কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা অধিকার ও র‌্যাব ১৩ এর যৌথ অভিযানে নলডাঙ্গা ইউনিয়নের শ্রীপুর ও বামনপাড়া গ্রামে তোতা মিয়ার কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশ ও ভেজাল গুর তৈরির অপরাধে ১০ হাজার টাকা ও মোজাম্মেল মিয়ার কারখানার ৫ হাজার টাকা জরিমানা করে।

পরে তাদের সর্তক করে দেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক আব্দুর সালাম ও র‌্যাব ১৩ কোম্পানি কমান্ডার আল মামুন।

উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে এই গ্রামগুলোতে অস্থায়ী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও ভেজাল গুর তৈরি করে আসছিল আজ সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান কর্মকতারা।

শেয়ার