Top

ভালোবাসা দিবসে পৌর নির্বাচন, সিক্ত হবেন প্রবীন না কি নবীন?

১০ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
ভালোবাসা দিবসে পৌর নির্বাচন, সিক্ত হবেন প্রবীন না কি নবীন?
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের আর মাত্র তিনদিন বাকী। আগামী ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসের দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণায় সরগরম পৌরসভা এলাকা। ফরিদগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১হাজার ৮৪জন।

পৌর এলাকায় প্রার্থীদের প্রচারণায় সরগরম থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে কোন উৎসাহ লক্ষ করা যাচ্ছে না। চায়ের দোকানগুলিতে থাকেনা ভোটারদের ভীড়। চায়ের কাপে চুমুকের সাথে নির্বাচনী খোশগপ্প মোটেই শুনা যায় না।

নৌকা, ধানের শীষ ও হাত পাখার মোট তিনজন মেয়র প্রার্থী এবং ৯টি ওয়ার্ডে মোট ৬৪ জন কাউন্সিলর সংরক্ষিত মহিলা আসনে ১১জনসহ সর্বমোট ৭৮ জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে।

এই পৌর নির্বাচনের ভালো দিক হচ্ছে প্রতিটি ওয়ার্ডেই কিছু সংখ্যক শিক্ষিত এবং যোগ্য কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে অংশ গ্রহণ করছেন। যাদের মধ্যে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী। তবে, প্রভাবশালী নেতারা দলীয় একাধীক কাউন্সিলর প্রার্থী নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। নিজেদের আধিপত্য জাহির করতে কে কতজন আস্থাভাজন কাউন্সিলর নির্বাচীত করবেন তা নিয়ে মনস্তাত্বিক লড়াই চলছে। অনেকেরই শঙ্কা কাউন্সিলর নির্বাচন নিয়ে কেন্দ্রগুলিতে হানাহানী হতে পারে।

ইতিমধ্যে চাঁদপুরের পুলিশ সুপার ফরিদগঞ্জ পৌরসভায় ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১১টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে চাঁদপুরে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে নির্বাচনের মনোনয়ন জমাদানের তারিখ থেকে শুরু করে অদ্যাবদী কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বহু নেতাকর্মী দলীয় প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করে নিয়মিত মিছিল, সমাবেশ, উঠান বৈঠকের মতো কর্মসূচী অব্যাহত রেখেছেন।

পৌর আওয়ামী লীগের অংগসংগঠনের সাথে থেমে নেই জেলা, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও হকার্সলীগ। বিগত প্রায় সকল নির্বাচনেই দলীয় কোন্দল দেখা গেলেও এবারই দলীয় বিভেদ ভুলে সকলে একই মঞ্চ থেকে প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এখানে বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীন নেতা জনাব খায়ের পাটওয়ারীকে মনোনয়ন দিয়ে সম্মান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতঞ্জ এলাকার নেতাগণ। ফরিদগঞ্জবাসীর উচিৎ উনাকে নির্বাচীত করে জননেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান দেয়া। পৌরসভা এবং পৌরবাসীর ভাগ্য উন্নোয়নে, আধূনিক পৌরসভা গঠনে, জাতীর পিতার সোনারবাংলা গড়তে ফরিদগঞ্জ পৌরসভায় নৌকা মার্কার বিজয় অতীব জরুরী।

অন্যদিকে বয়সে একবারেই নবীন সাবেক মেয়র মঞ্জিল হোসেনের ছোটভাই, পৌর যুবদলের দলের আহবায়ক মো. ইমাম হোসেনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র বিবাদমান অন্যান্য গ্রুপসহ কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোন নেতাকর্মীকে নির্বাচনী বিষয়ে তৎপর হতে দেখা যায়নি। বরং প্রবীন এবং যোগ্য নেতাদের উপেক্ষা করে প্রার্থী দেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

কেউ কেউ বলছে প্রার্থীসহ তার একান্ত আপনজনেরা চাইছিলেন ধানের শীষের মার্কাটি তাদের ঘরে আসুক। নির্বাচনে প্রতিদন্ধিতা করে বা ভোটযুদ্ধে অবতীর্ন হয়ে কাঙ্খিত ফলাফল অর্জন মুল লক্ষ্য নয়।

নির্বাচনের বিষয়ে রির্টানিং অফিসার শিউলি হরি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, যে কোন অভিযোগ পাওয়ামাত্রই আমরা প্রয়োজনীয় এবং নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহন করি। আগামী ১৪ ফেব্রুয়ারী ভোটারগণ যেন নিশ্চিন্তে ও নিরাপদে কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে সে ব্যপারে প্রশাসন সজাগ রয়েছে।

নির্বাচনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান জাহেদুল ইসলাম রোমান বলেন, আমি ফরিদগঞ্জের জনগণের প্রতিনিধি। দলীয় প্রার্থী বিবেচনায় বাংলাদেশ আওয়ামীলীগ কোন ভূল করেনি, বিএনপি’র প্রার্থী বিবেচনায় চরম ভূল এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিএনপি’র প্রার্থী ইমাম হোসেনের ভাই সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, আমরা নিজেরাই নিরাপদ না। আমাদের প্রচার কাজ চালাতে গিয়ে বিনা উস্কানিতে বাধাপ্রাপ্ত এবং হুমকি ধমকির সম্মূখিন হচ্ছি প্রতিনিয়ত। প্রশাসন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, আমরা পৌরসভার বাহিরের, জেলা ও কেন্দ্রীয় কোন নেতা-কর্মীকে আমাদের সাথে রাখছিনা। এ ছাড়াও ইতিমধ্যে কর্মীদের বাড়ীতে গিয়ে পুরিশি হয়রানী শুরু হয়ে গেছে।

কাছিয়াড়া গ্রামের দিনমজুর নুরু জানান, গত দুইবারই সারাদিন নষ্ট কইরা বুথে ঢুকার পর শুনি আমার ভোট না কি হইয়া গেছে। আরেকবার পুলিশের মাইর খাইয়া কেন্দ্র থেইকা পালাইয়া আইছি। এইবার কি হইবো জানি না।

সাধারণ মানুষের চাওয়া- যোগ্য প্রার্থী নির্বাচীত হোক। হানাহানি, রাহাজানি বা সহিংস ঘটনা পরিহার করে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারা, ভোট দিয়ে বাড়ী ফেরার ব্যবস্থা করা।

ভালোবাসা দিবসে প্রবীন বা নবীন যে ই জয়যুক্ত হয়ে পৌরবাসী ও পৌরসভার কল্যানে কাজ করবে, পৌরবাসীকে আপন করে নেবে, সুখ দুঃখের কথা শুনবে, সাধ্যানুযায়ী সমস্যা সমাধাণের চেষ্টা করবে সে-ই ভালোবাসায় সিক্ত হবে।

শেয়ার