পটুয়াখালীর কলাপাড়ায় পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে দেড় শতাধিক তরমুজ চাষীরা। খালে বাঁধদিয়ে মাছ চাষ করায় নষ্ট হচ্ছে প্রায় ৪০ একর জমির তরমুজ চারা। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামের এমন ঘটনার প্রতিকার চেয়ে কৃষকরা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে।
কৃষকরা জানায়, বড় বালিয়াতলী গ্রামের হাক্কার খাল থেকে পানি সংগ্রহ করে যুগ যুগ ধরে শুকনো মৌসুমে বিভিন্ন কৃষি পন্য উৎপাদন করে আসছে কৃষকরা।
কিন্তু ওই খালটি স্থানীয় প্রভাবশালী কাশেম ও নাসির নামের দুই ব্যক্তি লিজ নিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। তাই ওই খাল থেকে পানি সংগ্রহে কৃষকদের বাঁধা দিচ্ছেন তারা। বর্তমানে পানির অভাবে মরে যাচ্ছে রোপনকৃত তরমুজ চারা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, বিষয়টি খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।