আখেরী মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে নলতায় ৫৭ তম ওরছ শরীফ। গত ৯ তারিখ খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এর মাজার প্রাঙ্গনে তিন দিনব্যাপী ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ শুরু হয়েছিলো।
সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বাদ ফজর থেকে মিলাদ-কেয়াম শুরু হয়। দুপুরে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ প্রায় ঘন্টাব্যাপি আখেরী মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে অংশ নেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাবেক সভাপতি আলহাজ্ব মু. সেলিমউল্লাহসহ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, ঢাকা আহ্ছানিয়া মিশন এবং দেশের বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।