Top

দেশে ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদল আসছে আগামীকাল

২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
দেশে ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদল আসছে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক :

নিয়মমাফিক পরিদর্শনের অংশ হিসেবে আগামীকাল (বুধবার) বাংলাদেশে ব্যাংকে আসবেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি দল। জানা যায়, মোট ৬ সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশ ভ্রমণ করবেন। ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি সাধারণ সভায় তারা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের পরিচালক মফিজুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মানুযায়ী গ্রাহকদের খোঁজ নিতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে পরিদর্শনে গিয়ে থাকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিরা। বাংলাদেশে ব্যাংকও ফেডারেল রিজার্ভের গ্রাহক। সেই সূত্রে তারা আগামীকাল আমাদের ব্যাংকে আসবে। তাদের সাথে আমাদের লেনদেনের কোন ত্রুটি আছে কিনা, পাশাপাশি ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখবে। মূলত আমানতকারী হিসেবে আমাদের সেবা প্রাপ্তির বিষয়ে জানতে তারা বাংলাদেশে সফরে আসবেন।

২০১৮ সালে সর্বশেষ দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শনে আসে ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিনিধি দল।

এর আগে ঋণসংক্রান্ত আলোচনা সারতে দফায় দফায় বাংলাদেশ ব্যাংকে সফর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা। সর্বশেষ চূড়ান্ত আলোচনার জন্য আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে গত ১৪ জানুয়ারি ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। গত ২ ফেব্রুয়ারি আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭৬ মিলিয়ন পায় বাংলাদেশ। সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাওয়া যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ব্যাংকের নাম ‘ফেডারেল রিজার্ভ ব্যাংক’ হওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটি ভ্রান্ত ধারণা জন্মায়, এই ব্যাংকের মালিকানা মার্কিন ফেডারেল সরকারের। বাস্তবতা হচ্ছে, এটি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, এই ব্যাংকের মালিক মূলত এর শেয়ারহোল্ডাররা। অন্যান্য ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের মত ঘোষিত প্রো-ফর্মা অনুসারেই এই ব্যাংক পরিচালিত হয়।

বিপি/আজাদ

শেয়ার