Top

দেশসেরা সহকারী শিক্ষিকা সুনামগঞ্জের ফারজানা ইয়াসমিন

০৬ মার্চ, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
দেশসেরা সহকারী শিক্ষিকা সুনামগঞ্জের ফারজানা ইয়াসমিন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার রংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফারজানা ইয়াসমিনকে প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচন করা হয়েছে।

আগামী ১২ মার্চ সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ফারজানা ইয়াসমিনের হাতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার পদক তুলে দেয়া হবে।

শেয়ার