Top

আনোয়ারায় বন্য হাতির তাণ্ডবে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

১৪ মার্চ, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
আনোয়ারায় বন্য হাতির তাণ্ডবে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

আনোয়ারা উপজেলায় বন্য হাতির তান্ডবে চালিয়ে শশা ক্ষেতে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।কৃষকের বিপুল পরিমাণ ফসল খেয়ে ও পায়ে মাড়িয়ে ব্যাপক বিনষ্ট করেছে বন্য হাতি। এঘটনায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক এখন অসহায় হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ ) দিবাগত গভীর রাতে উপজেলায় বৈরাগ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাহ আহম্মেদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন একই এলাকার বাসিন্দা রুহুল আমিন(৩৫) ও মোহাম্মদ কায়সায়(৪০)। ক্ষতিগ্রস্থ কৃষক রুহুল আমিন বলেন, রমজানে বিক্রি করার উদ্দেশ্যে আমি বছরের শুরুতে ভালো ফসলের আশায় একটি বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ির পাশে এক একক ৩৩ শতক নিজ জমিতে শশা ক্ষেত করি। নানা প্রতিকুলতায় পরিচর্চার ফলে ক্ষেতও সবুজের সমাহার হয়ে উঠেছিল। কিন্তু মঙ্গলবার রাতে ২টির বন্য হাতির তান্ডব চালিয়ে আমার সবজি ক্ষেত নষ্ট করে ফেলে। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার বেশি ক্ষতিসাধন করে ক্ষতি সাধন করে।

ক্ষতিগ্রস্থ আরেক কৃষক মোহাম্মদ কায়সার বলেন, গত তিনমাস আগেই শশা ক্ষেতের কাজ সম্পন্ন করা হয়েছে। আমি আর রুহুল আমিন যৌথ উদ্যোগ নিয়ে অনেক কষ্ট করে এই ক্ষেত করেছি।ক্ষতিগ্রস্থদের থানায় জিডি করতে বলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি ইলিয়াস কাঞ্চন রুবেল জানান,বিগত কয়েক বছর ধরে বন্য হাতি ব্যাপক সাধন করে যাচ্ছে। বন্য হাতির তাণ্ডবে থেকে জানমাল রক্ষা এবং তাণ্ডব প্রতিরোধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ ইশতিয়াক ইমন বলেন,হাতি গুলোর বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার