পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কাজ করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজারের বর্তমান অবস্থার উন্নতির জন্য নতুন সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ব্রোকারদের ডিলার হিসেবের বিনিয়োগ,মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্টের ডিলারের বিনিয়োগের প্রভিশনিং এর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। মেয়াদ বাড়িয়ে আগামী ২০২৫ সাল পর্যন্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১০ সালে পুঁজিবাজারে ধ্বসের পর থেকে পুঁজিবাজারের স্টেইকহোল্ডার প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর অন্যতম দুটি বিষয় হলো মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভ ইক্যুইটি) ও প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ডিলার হিসেবে বিনিয়োগকৃত নেগেটিভ ইক্যুইটি। এই দুটি কারণে ভালো অবস্থানে যেতে পারছেনা প্রতিষ্ঠানগুলো। এতে করে পুঁজিবাজারের খারাপ অবস্থায় তারা কোন ধরণের ভূমিকা রাখতে পারছে না। এখন যদি আবার নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হয়, তাহলে বাজারে বড় ধরণের বিক্রয় চাপ আসতে পারে। বিষয়টি বিবেচনা করে এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে বিএসইসি।
বিএসইসি সূত্র মতে, ব্রোকারদের ডিলার হিসেবের বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্টের ডিলারের বিনিয়োগের প্রভিশনিং এর মেয়াদ ছিলো ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধি করে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হবে।
এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে ব্রোকারদের ডিলার হিসেবের বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্টের ডিলারের বিনিয়োগের প্রভিশনিং এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। খুব শিগগির এই বিষয়ে বিএসইসি থেকে প্রজ্ঞাপন বা নির্দেশনা দেওয়া হবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস