Top

দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরি

১৯ মার্চ, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরি
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬২৯ বারে ৩৪ লাখ ৯১ হাজার ৬৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইউনিলিভার কনজুমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৫০৩ বারে ৩ হাজার ২৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২২৩ বারে ৬ লাখ ৫৪ হাজার ৪৮৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্যাংক এশিয়ার ২.৪৭ শতাংশ, জেমিনি সি ফুডের ২.৪২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.২০ শতাংশ, সি পার্ল হোটেলের ১.৪৬ শতাংশ, মুন্নু এগ্রোর ১.৩২ শতাংশ, সোনালী পেপারের ১.০৭ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইলের ০.৮৭ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার