Top

বাংলাদেশের লিড টপকে আইরিশদের প্রতিরোধ

০৬ এপ্রিল, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশের লিড টপকে আইরিশদের প্রতিরোধ
স্পোর্টস ডেস্ক :

মাত্র ১৩ রানের মধ্যে আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখান সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। নিজেদের লক্ষ্যে সফল হতে ১২৮ রানের মধ্যে তুলে নিতে হতো আইরিশদের বাকি ছয় উইকেট।

কিন্তু বাংলাদেশের সেই লক্ষ্য ভেস্তে দিল আইরিশরা। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিনের দ্বিতীয় সেশনেই বাংলাদেশের লিড টপকে গেল আয়ারল্যান্ড। লিড টপকে ইনিংস ব্যবধানে হার এড়াল সফরকারীরা। এবার প্রতিরোধ গড়ে লিড নিচ্ছে আয়ারল্যান্ড।

আজ তৃতীয় দিন বাংলাদেশের বোলাররা তেমন পরীক্ষা নিতে পারেননি আইরিশদের। হ্যারি ট্যাক্টর ও পিটার মুরদের পর ট্যাককাররা উল্টো পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশি বোলারদের।

দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে সফরকারীরা, তুলেছে ৬৬ রান। প্রথম সেশন শেষে ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের মোট সংগ্রহ দাঁড়ায় ৯৩ রান। বাংলাদেশ থেকে মাত্র ৬২ রান পিছিয়ে থেকে শুরু করে দ্বিতীয় সেশন। এই সেশনেই বাংলাদেশের লিড টপকে যায় আয়ারল্যান্ড।

গতকাল বুধবার (৫ এপ্রিল) খাদের কিনারে থেকে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭ রানে দিন শেষ করে আইরিশরা। বাংলাদেশ পায় ইনিংস জয়ের মৃদু সুবাতাস। কিন্তু তৃতীয় দিনের শুরুতে প্রতিরোধ গড়ে তোলেন দুই আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর ও পিটার মুর।

প্রথম সেশনের শুরুটা বেশ দেখেশুনেই খেলেন দুই ব্যাটার। দিনের ৫৪তম মিনিটে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান শরিফুল ইসলাম। আইরিশদের ইনিংসের ৩২.১ ওভারে মুরকে লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান পেসার শরিফুল। দলীয় ৫১ রানে ৫ উইকেট হারায় আইরিশরা। এরপর এই সেশনে আর উইকেট যায়নি অতিথিদের। বরং ৪২ রানের আরেকটি জুটি পেয়ে গেছে সফরকারীরা।

দ্বিতীয় দিনের মতো আজও প্রথম ওভার শুরু করেন সাকিব আল হাসান। সাকিব ও তাইজুল প্রথম ছয় ওভার করার পর আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনার মিলেও উইকেট নিতে না পারায় সাকিব বোলিংয়ে আনেন পেসার শরিফুলকে। প্রথম ১৪ ওভারেই চারজন আলাদা বোলারকে আক্রমণে আনে বাংলাদেশ। তবু উইকেট ধরা দিচ্ছিল না।

অবশেষে আইরিশদের প্রতিরোধ দুর্গ ভাঙেন শরিফুল। ১৬ রান করা পিটার মুরকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম উইকেট পায় বাংলাদেশ। ১৬ রান করতে ৭৮ বল খেলেন মুর। মাটি কামড়ে থাকতে চাইলেও ৩৩তম ওভারের প্রথম বলে শরিফুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুর।

এর আগে টেস্টের প্রথম দিন মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাট করে ৮০.৩ ওভারে স্কোরবোর্ডে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। স্বাগতিকদের থেকে ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আইরিশরা।

বিপি/এএস

শেয়ার