দেশের পুঁজিবাজারের লেনদেন বাবদ বাজার থেকে কিছু কমিশন কাটে সরকার। যা দেশের রাজস্ব খাতে জমা হয়ে থাকে। সম্প্রতি বিশ্ব অর্থমন্দার মাঝে টালমাটাল অবস্থায় রয়েছে পুঁজিবাজার। একদিন শেয়ারের দাম কিছুটা বাড়লে পরবর্তী কয়েকদিন আবার দরপতন দেখা দেয়। এতে ভরাডুবিতেই থেকে যায় লেনদেন, আবার লেনদেন কমে যাওয়ায় সরকারি কোষাগারে জমা হয় না কাঙিক্ষত রাজস্ব আয়। চলতি বছরের মার্চে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ১৭ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ২৯২ টাকার রাজস্ব আয় হয়েছে। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৪ কোটি ৫০ লাখ ৪৯ হাজার ৪৫৯ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মার্চ মাসে সরকার ৬ কোটি ৯৭ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মার্চ জুড়ে টালমাটাল ছিল পুঁজিবাজার। বিক্রেতার তুলনায় ক্রেতা না থাকায় বিদায়ী মাসে ডিএসইতে ৯ হাজার ৪০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ২৯২ টাকা।
ঠিক এক বছর আগে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১৮ হাজার ৫৪২ কোটি ৮০ লাখ টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ২৪ কোটি ৫০ লাখ ৪৯ হাজার ৪৫৯ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মার্চ মাসে সরকার ডিএসইতে ৬ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ১৬৭ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনাবেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাবেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।
ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে মার্চে রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৭৫৮ টাকা। ২০২২ সালের একই সময়ে ছিল ১৮ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৫৬১ টাকা।
অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনাবেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৮ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৫৩৪ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৮৯৮ টাকা।
এই টাকা রাষ্ট্রীয় কোষাগার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।
এর আগের মাস ফেব্রুয়ারিতে ডিএসইর রাজস্ব আয় ছিল ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আয় বেড়েছে ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৭৩০ টাকা।
বাজারের হালচিত্র
সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান হয়েছে। তবে এদিন দরপতন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ডিএসইতে সূচক বেড়েছে ৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দরপতন হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক কমেছে ৩ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে মোট ৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার ১০৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬১২ কোটি ৩১ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টি কোম্পানির, কমেছে ৫৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
দিন শেষে সিএসইতে ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার ৮৪৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কর্ম দিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন।
বিপি/আজাদ