Top

এফসি একাউন্ট খুলতে পারবে এয়ারলাইন্স-শিপিং কোম্পানি

১১ এপ্রিল, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
এফসি একাউন্ট খুলতে পারবে এয়ারলাইন্স-শিপিং কোম্পানি
নিজস্ব প্রতিবেদক :

দেশীয় এয়ারলাইন্স ও শিপিং কোম্পানিগুলোর নামে বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি একাউন্ট) খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা গত সোমবার দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় অনুযায়ী এখন থেকে দেশীয় এয়ারলাইন্স ও শিপিং কোম্পানিগুলো বিদেশ থেকে যে পরিমাণ অর্থ আনবে তার ৭৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করতে পারবে। বাকি ২৫ শতাংশ অর্থ টাকায় নগদায়ন করতে হবে। বৈদেশিক মুদ্রা হিসাব থেকে জাহাজ বা এয়ারক্রাফটের পরিচালন ব্যয় করতে পারবে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের নামে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের বৈশ্বিক কার্যক্রম প্রসার লাভ করছে। এ বিবেচনায় বিদেশ থেকে দেশে আনা বা প্রাপ্ত অর্থের (ইনওয়ার্ড রেমিট্যান্স) ৭৫ শতাংশ সংশ্লিষ্টদের নামে স্থাপিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করা যাবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন করতে হবে। বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি দ্বারা জাহাজ বা এয়ারক্রাফটের পরিচালন ব্যয় করার সুযোগ দেওয়া হয়েছে।

যেসব বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইন্স বিদেশি সংস্থার কাছে জাহাজ বা কন্টেইনার ও এয়ারক্রাফট ভাড়া দিয়ে থাকে সেসব কোম্পানিও বৈদেশিক মুদ্রা হিসাব খুলতে পারবে। এক্ষেত্রে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ উক্ত হিসাবে জমা রাখা যাবে, যা জাহাজ, কন্টেইনার ও এয়ারক্রাফটের প্রয়োজনীয় বাবদ ব্যয় নির্বাহ করতে ব্যবহার করা যাবে।

বিপি/আজাদ

শেয়ার