Top

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন লিজা ফাহমিদা

১৭ এপ্রিল, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন লিজা ফাহমিদা
নিজস্ব প্রতিবেদক :

ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক লিজা ফাহমিদা গত ১৪ মার্চ পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন।

লিজা ফাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স এবং এম.কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি প্রেষণে থাইল্যান্ড এর এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং এবং ফিন্যান্সে পেশাদার মাস্টার্স সম্পন্ন করেন।

এছাড়া তিনি প্রেষণে অস্ট্রেলিয়া এওয়্যার্ড স্কলারশিপের অধীনে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটি থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলরের লেটার অব রেকোমেন্ডেশন প্রাপ্ত হন।

লিজা ফাহমিদা বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংদেনিং সেল, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস্ এন্ড মার্কেটস্ এবং ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

দাপ্তরিক কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংগঠনিক কাজের সাথে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক কর্মীদের সাহিত্য সংগঠন ‘অধিকোষ’ এর সভাপতির দায়িত্ব পালন করছেন । পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, জাপান, কম্বোডিয়া, হংকং, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরে প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি পরিচালক (এফএসএসএসপিডি) হিসেবে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে দায়িত্বরত রয়েছেন।

বিপি/আজাদ

শেয়ার