Top

টিকাদান কর্মসূচিতে আনসার ভিডিপির সচেতনতা মূলক র‌্যালি

১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
টিকাদান কর্মসূচিতে আনসার ভিডিপির সচেতনতা মূলক র‌্যালি
রাজবাড়ী প্রতিনিধি :

‘মুজিব বর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আসে সারাক্ষণ’ ‘কেভিট ১৯ টিকা (ভ্যাকসিন) গ্রহণ করি সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী র‌্যালি করেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা আনছার ভিডিপি কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে পাংশা পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে পাংশা উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ আলী, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাহানা সুলতানা, উপজেলা প্রশিক্ষক আনছার ভিডিপি ইদুল তালুকদার, উপজেলা আনছার ভিডিপি কোম্পানি কমান্ডার মিরাজ হোসেন সহ সকল ইউনিয়ন আনছার ভিডিপি কমান্ডার প্রমুখ।

এ সময় উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাহানা সুলতানা বলেন, আমরা সাধারণ মানুষ কে কেভিট ১৯ টিকা (ভ্যাকসিন) গ্রহণ করার ব্যাপারে উদ্ভুদ্ধ করার জন্য এই র‌্যালি করছি। তিনি আরো বলেন আমরা এই ভাবে প্রতিটি ইউনিয়ন ব্যাপী এই কার্যক্রম চালাবো।

র‌্যালিটি উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে উপজেলা নির্বাহী কমকর্তার সাথে মতবিনিময় শেষে উপজেলা আনছার ভিডিপি কার্যালয় এসে শেষ হয়।

শেয়ার