সম্পর্কের মূল ভিত বিশ্বাস। যেখানে বিশ্বাস থাকে সেখানে ভরসা আর ভালোবাসা সহজে জায়গা করে নেয়। তাইতো কথায় বলে- ‘বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর’। স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের প্রতি নিখাদ বিশ্বাস থাকা ভীষণই জরুরি।
এই বিশ্বাসের বাঁধন অটুট থাকলে যেকোনো ঝড়-ঝাপটা কাটিয়ে ফেলা যায়। তবু কখনো কখনো সম্পর্কের সুর কেটে যায়। অবিশ্বাসের ছায়া এসে বসত গড়ে। ভালোবাসা তখন ম্রিয়মাণ হয়ে পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া কমতে থাকলে বাড়তে থাকে দূরত্ব।
বিশেষজ্ঞদের মতে, বিবাহিত জীবনে বিশ্বাস কমলে অনেক জটিলতা দেখা দিতে পারে। এমনকি নিজেদের মধ্যে দূরত্বও বাড়ে। এই ব্যাপারে তাই সচেতন হওয়া জরুরি। কী করে সম্পর্কে হারিয়ে যাওয়া বিশ্বাস ফেরাবেন? চলুন জেনে নিই-
প্রশ্ন করা কমান
বর্তমানে দম্পতিরা একে অপরকে একাধিক প্রশ্নে জর্জরিত করেন। এই প্রশ্নের স্রোতে ভাটা পড়ে বিশ্বাসে। এখন থেকে এই অভ্যাস বদলান। নানা বিষয়ে অহেতুক প্রশ্ন করা বন্ধ করুন। তার পরিবর্তে নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করুন। সঙ্গী নানা প্রশ্ন করার আগেই নিজেই সব কথা বলে দিন। এতে আপনার প্রতি তার বিশ্বাস গাঢ় হবে।
সময় বড্ড দামি
ব্যস্ততা যেন দেয় না অবসর। নিজেদের জন্য তাই সময় বের করা কঠিন হয়ে পড়েছে বর্তমানে। কর্মক্ষেত্রে ব্যস্ততায় কেটে যায় সারাদিন। তারপর ক্লান্ত দেহে বিশ্রাম। একে অন্যকে আর সময় দেওয়া হয় না। ফলে একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা তলানিতে গিয়ে ঠেকে।
এমনটা হলে এবার একটু সময় বের করার করার চেষ্টা করুন। অফিস থেকে ফিরে অন্তত কিছুটা সময় সঙ্গীর সঙ্গে কথা বলুন। ছুটির আগের রাত দুজনে মিলে উপভোগ করুন। দেখবেন সম্পর্কে বিশ্বাস ফিরেছে।
ডেটে যেতে ভুলবেন না
বিয়ে হয়ে গেছে বলে আর প্রেম করা যাবে না? এমনটা কিন্তু একদমই ঠিক নয়। বরং বিয়ের পর আরও বেশি প্রেম করা উচিত। নিজেদের মতো জীবন উপভোগ করার চেষ্টা করুন। সপ্তাহান্তে সময় পেলেই একটু বেরিয়ে পড়ুন। চা-ফুচকা খান দুজন মিলে কিংবা রিকশায় ঘুরুন। সময় করতে পারলে ডিনার ডেটে চলে যান। দুজন মিলে কিছু সময় প্রাণ খুলে গল্প করুন। এতেই সমস্যার সমাধান হবে।
ভালোবাসার বিকল্প নেই
দাম্পত্য একটা সময়ের পর অভ্যাসে পরিণত হয়। সেখানে কেবল একসঙ্গে থাকা হয়। ভালোবাসা আর থাকে না। আপনার সম্পর্ক যেন এমন পর্যায়ে না যায়। চেষ্টা করুন নিজেদের সম্পর্ককে যে করেই হোক জীবিত রাখার। তবেই ভালোবাসা অটুট থাকবে। সুখে শান্তিতে বাঁচতে পারবেন। ভালোবাসা প্রকাশ করুন। কথায় হোক বা কাজে— সঙ্গী যেন আপনার ভালোবাসা টের পান।
ঝগড়া কমান
কোনো সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছালে শুরু হয় নিয়মিত ঝগড়া। এই ভুলটি করবেন না। চেষ্টা করুন ঝগড়ার প্রকোপ কমানোর। একে অপরের ভুলগুলো একটু মানিয়ে নিন। বদভ্যাসগুলো উপেক্ষা করুন। এতেই দেখবেন রাগারাগি কমেছে। অপরপক্ষকে বুঝতে চেষ্টা করুন। এতে ঝগড়া কম হবে, বাড়বে বিশ্বাস।