Top
সর্বশেষ

বেনাপোলে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
বেনাপোলে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোলে মাদক আইনে দায়ের করা মামলায় তিন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) যশোরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আয়শা নাসরীন এ আদেশ দেন।

বেনাপোলের ভবের বের গ্রামের মোহাম্মদ তাপসের ছেলে রাসেলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই মামলায় বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের দেলবার শিকদারের ছেলে নিলু শিকদার ও একই গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে সোহেল শেখকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৭শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০০৮ সালের ২৬ মে বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম বেনাপোল লোকাল বাসস্টান্ডে অভিযান চালায়। এ সময় রাসেলের কাছ থেকে বিশ বোতল, সোহেলের কাছ থেকে ২০ বোতল ও নিলুর কাছ থেকে ১০ বোতলসহ মোট ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এছাড়া সাদী পুর গ্রামের মৃত নবী মোড়লের ছেলে এবাদুলের কাছ থেকে ১০ বোতল বাংলা মদ উদ্ধার করে। পরে এ ঘটনায় ওই চারজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানার এসআই ওমর শরীফ বাদী হয়ে একটি মাদক আইনে মামলা করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবাদুলের মৃত্যু হওয়ায় তাকে অব্যহতি দিয়ে অপর তিনজনকে পৃথক সাজা প্রদান করেন আদালত।

শেয়ার