Top

ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪ মে, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি :

ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় জেলা পুলিশ সুপার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের অনিয়ম,ওয়াটার এম্বুলেন্সের প্রয়োজনীয়তা, যানজট নিরসনে করণীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। এছাড়া জেলা পুলিশের থানাগুলোতে নিয়মিত ডিউটির জন্য যানবাহন সংকটের বিষয়টি উপস্থাপন করেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার