Top

চলে গেলেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ

১৫ মে, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
চলে গেলেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের সাবেক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার আর নেই। গত বুধবার (১০ মে) অস্ট্রিয়ায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

সোমবার (১৫ মে) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন ই মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন।

মেহরীন ই মাহবুব বলেন, মাত্র এক বছর আগে অবসরে যান হার্টউইগ শেফার। তিনি অস্ট্রিয়ার নাগরিক। নিজ বাড়িতে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাংলাদেশের অন্যতম বন্ধু ছিলেন তিনি। একাধিকবার তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ থেকে একটা রিকশাও বিশ্বব্যাংকের হেড অফিসে নিয়ে গেছেন।

হার্টউইগ শেফার ২০১৮ সালের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টে দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে তিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, এবং শ্রীলংকার সঙ্গে বিশ্বব্যাংকের পোর্টফোলিও দেখভাল করেছেন। গত একবছর নিজ দেশ অস্ট্রিয়ায় অবসর জীবন-যাপন করছিলেন তিনি।

শেয়ার