Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযান, ৮ জনের জরিমানা

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযান, ৮ জনের জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে নিষিদ্ধ পণ্য ও ভেজাল বিরোধী অভিযানে ৮ জনকে অর্থদণ্ড প্রদান করেছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ সময় যৌন উত্তেজক নিষিদ্ধ পণ্য বিক্রয় এবং দূষিত পরিবেশে নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ ড্রাগ সুপার জনাব আহসান হাবিবের উপস্থিতিতে যৌন উত্তেজক নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩৬,০০৫ টাকা জরিমানার আদেশ দেন।

অপর একটি অভিযানে ভোক্তা অধিকারের মোবাইল টিমের কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি দূষিত পরিবেশে নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ অভিযানে ২৬৬৭ পিস যৌন উত্তেজক পণ্য জিনসিন ও প্রায় ৪’শ কেজি ভেজাল গুড় জব্দ করে নিয়মানুয়ায়ী ধ্বংস করা হয়।

শেয়ার