Top
সর্বশেষ

‘কারাগারের রোজনামচা’ মঞ্চস্থ হচ্ছে সিরাজগঞ্জে

১৮ ফেব্রুয়ারি, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ
‘কারাগারের রোজনামচা’ মঞ্চস্থ হচ্ছে সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী রচনা ‘কারাগারের রোজনামচা’ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী নাট্যদল নাট্যরূপে মঞ্চস্থ করতে যাচ্ছে।

সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনের নির্দেশনায় বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ রচনাটিকে নাট্যরূপ দিয়েছেন শাহীন রহমান।

বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ নাটকটি মঞ্চস্থ হবে। জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এই নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নেয়া হয়। এক মাস ২০ দিনব্যাপী কর্মশালা ভিত্তিক নাট্য প্রযোজনার মধ্য দিয়ে এই নাটকটি প্রস্তুত করা হয়েছে।

শিল্পকলা একাডেমী নাট্যদলের ১৮ জন অভিনেতা-অভিনেত্রী এতে অভিনয় করেছেন বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার