Top
সর্বশেষ

দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুতগামী ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুতগামী ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
যশোর প্রতিনিধি :

দ্রুতগামী একটি ট্রাকের সাথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পীযুষ চন্দ্র (২৬) যিনি ওই ট্রাকের হেলপার। এসময় গুরুতর আহত হয়েছে ট্রাক চালক রাজিব হোসেন(২৭)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে শহরতলির রাজারহাট ফুয়েল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত রাজিবকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শিমুল হোসেন বলেন, ভোরে খবর পাই শহরতলির রাজার হাটের ফুয়েল পাম্পের সামনে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে।

এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী আরেকটি ট্রাক ধাক্কা দিয়েছে। ট্রাকের চালক ও হেলপার আহত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমরা তাদের সেখান থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে দেই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বজলুর রশিদ টুটুল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পীযুষ

চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে মারা যায় । আহত রাজিবের অবস্থাও আশকাজনক।

যশোর কোতয়ালি থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত পীযুষ বগুড়া সদরের বাগদি আদমদীঘি এলাকার উত্তম চন্দ্রের ছেলে। আহত রাজিব নওগাঁ সদরের রাজনগর গ্রামের মো. বাবুর ছেলে।

শেয়ার