Top

নয়াপল্টনে ছুরিকাহত গৃহকর্মীর অবস্থা সংকটাপন্ন

১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৩২ অপরাহ্ণ
নয়াপল্টনে ছুরিকাহত গৃহকর্মীর অবস্থা সংকটাপন্ন

রাজধানীর নয়াপল্টনে কুলসুম আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর গলায় ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ভর্তি করা হয়েছে।

গৃহকর্ত্রী ফেরদৌসি আক্তার জানান, বুধবার রাতে সবাই ঘুমিয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে তাদের বড় ছেলের স্ত্রী আকলিমা আক্তার রান্নাঘরে গিয়ে কুলসুমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা কুলসুমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তারা বলেন, কুলসুমের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তে তার পুরো শরীর ভিজে গেছে। ওই বাসার মেইন দরজা খোলা ছিল। কীভাবে কী হয়েছে তা তারা বলতে পারছেন না।

গৃহকর্ত্রী ফেরদৌসি আক্তার আরও জানান, কুলসুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। সে তাদের বাসায় দুই বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতো।

ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, কুলসুমের শ্বাসনালী গভীরভাবে কেটে গেছে। আমরা এটি সেলাই করার চেষ্টা করছি। শ্বাস নেয়ার জন্য তার গলায় একটি কৃত্রিম নল লাগানো হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় কুলসুমকে হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনা কে ঘটিয়েছে তা কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার