Top

কথায় নয়, কাজ করে দেখাতে চাই: ডিএসই চেয়ারম্যান

০৬ জুন, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
কথায় নয়, কাজ করে দেখাতে চাই: ডিএসই চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক :

আমরা কথায় নয়, কাজ করে সেরা হতে চাই। কাজ করে দেখাতে চাই। ডিএসই নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। কথাগুলো বলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র চেয়ারম্যান ড.হাফিজ মুহম্মদ হাসান বাবু। তিনি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করতে চাই। মানুষের স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। এসব কাজ বাস্তবায়নে সরকারের সহযোগিতা যেমন লাগবে তেমনি সাংবাদিকদের সহায়তা লাগবে।

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন। এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে, বন্ডের আয়ের উপর কর অব্যাহতি, কোম্পানির লভ্যাংশের উপর দ্বৈত কর প্রত্যাহার, উৎসে কর ০.০৫ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা, তালিকাভূক্ত কোম্পানি এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের মধ্যে ১০ শতাংশের ব্যবধান রাখা এবং ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।

তিনি বলেন, আমরা বাজেট নিয়ে হতাশ নই। তবে আমরা পুঁজিবাজার বান্ধব কিছু পদক্ষেপ চাই। যাতে পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে।

এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রুবাবা দৌলা মতিন, পরিচালক প্রফেসর আবদুল্লাহ আল মামুন, এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিপি/এএস

শেয়ার