Top
সর্বশেষ

বাল্যবিয়ে পণ্ড করলেন ম্যাজিস্ট্রেট

১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
বাল্যবিয়ে পণ্ড করলেন ম্যাজিস্ট্রেট
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী। বাল্যবিয়ে বন্ধ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

এসময় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীর (১৫) বাল্য বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে বর ও কণের বাবার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় সদর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার