Top
সর্বশেষ

এ যেন রাস্তার ধারে সবুজের মেলা

১৩ জুন, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
এ যেন রাস্তার ধারে সবুজের মেলা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ :

সারা বছরই গাছ লাগানো হলেও বর্ষা মৌসুম আসলেই গাছ লাগানোর হিড়িক পড়ে যায়। গ্রামের হাটগুলোতে এসময়টায় জমে উঠে ভ্রাম্যমাণ চারা গাছের হাট।

উত্তরের জেলা দিনাজপুরের ছোট উপজেলা খানসামা। উপজেলার প্রাণকেন্দ্র পাকেরহাটে রাস্তার ধারে বসে ভ্রাম্যমান চারা গাছের হাট। সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার এই চারা গাছের হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ। এ যেন রাস্তার ধারে সবুজের মেলা।

বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় দাম বেশী হলেও কমেনি ক্রেতার সংখ্যা এজন্য খুশি তারা। আর দাম বাড়ায় খানিকটা হতাশ ক্রেতারা। তবে দাম বাড়লেও প্রয়োজনীতার স্বার্থে বেশী দরেই কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পাকেরহাটে আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার ধারে বসেছে এই চারা গাছের হাট। বিভিন্ন এলাকা থেকে চারা গাছ বিক্রেতারা তাদের গাছ নিয়ে আসেন এখানে। আলাদা আলাদা জাতের আম, কাঠাল, মালটা, পেয়ারা, আমলকী,লিচু বড়াই সহ বিভিন্ন ফলজ গাছের চারা ও মেহগণী, ইউকলেক্টার সহ বিভিন্ন বনজ গাছ বিক্রি করছেন বিক্রেতারা। বনজ গাছের প্রতিটি চারা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও ফলজ গাছের চারা বিক্রি হচ্ছে ৭০-৫০০ টাকা পর্যন্ত।

উপজেলার বালাপাড়া গ্রামের গাছের চারা ক্রেতা আনোয়ার হোসেন বলেন, এই হাট থেকে কিনে শখের বসে বাড়ির আশেপাশে বিভিন্ন রকমের গাছের চারা লাগিয়েছি। আজকে সকাল সকাল পেয়ারা গাছের চারা কিনতে এসেছি।

চৌরঙ্গী বাজার থেকে আসা চারা গাছ ক্রেতা রশিদুল ইসলাম বলেন, এ হাটে ভাল জাতের গাছ পাওয়া যায় বলে গাছ কিনতে আসি। তবে এবার দাম বেশী হওয়ায় আমি হতাশ। যে পরিমাণ গাছ কিনতে চেয়েছিলাম সেটা পারলাম না।

পাকেরহাট ভাই-ভাই নার্সারীর গাছ বিক্রেতা আব্দুর রশিদ বলেন, প্রায় ৩৫-৪০ বছর ধরে গাছের চারা বিক্রি করছি। বর্ষাকালে সবচেয়ে বেশী চাহিদা থাকে। এই সময়ে গাছের চারা বিক্রি করে অনেক ভালো লাভ হয়।

শেয়ার