Top
সর্বশেষ

অবৈধ পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯ ফেব্রুয়ারি, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
অবৈধ পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে জাবেদ মেডিকেল হল ও রাফেজা মেডিসিন সেন্টারকে অবৈধ পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ করায় দুই ঔষুধ প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে সজ্জনকান্দা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, মো. বাদল শিকদার সহকারী পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর ফরিদপুর, ডা. নুজহাত মৌ মেডিকেল অফিসার এবং সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস রাজবাড়ীসহ আইন-শৃঙ্খলা রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।

শেয়ার