Top

১ ঘণ্টায় লেনদেন ১১৪ কোটি টাকার

১৮ জুন, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ
১ ঘণ্টায় লেনদেন ১১৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, দর কমেছে ৬২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, দর কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার টাকা।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার