Top
সর্বশেষ

পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

০৮ জুলাই, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ
পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু
রংপুর প্রতিনিধি :

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে গত শুক্রবার রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের সলেয়াশাহ বাজার সংলগ্ন লালচাঁদপুর মুসাপাড়া গ্রামে। নিহতরা হলেন, উপজেলার খলেয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের বড় মেয়ের ছেলে হাসান (১২) এবং দ্বিতীয় মেয়ে আদুরী বেগমের মেয়ে দৃষ্টি মনি (১৩)। দুই শিশু’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ওসি দুলাল হোসেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঈদুল আযহা উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে হাসান ও দৃষ্টি মনি। গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন তারা নানার বাড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার ফজলুল হকের পুকুরে গোসল করতে নামে। এ সময় সকলের অজান্তে তারা পুকুরে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করে তাদের না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরীরা এসে শিশু দুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এর আগে ওই পুকুরে গোসল করতে নেমে জিহাদ ও মাসুদাসহ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

ওসি দুলাল হোসেন বলেন, শিশু দুটি’র পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার