দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান আমায়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত প্রতি বছরের মতো এবছরও অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষদের মধ্যে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন। তিনি কয়েক হাজার ব্যাক্তি ও পরিবারের মাঝে এই অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
গত শুক্রবার (০৭ জুলাই) তিনি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী নিজ গ্রামে এই অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর ঈদুল আযহার পরের দিন নিজ গ্রামে অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে থাকেন আসলাম সেরিনিয়াবাত। এবছর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় গত শুক্রবার (০৭ জুলাই) হাজার হাজার অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন।
হতদরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণের বিষয়ে দেশের অন্যতম শীর্ষ গাড়ী বিক্রেতা প্রতিষ্ঠান কার সিলেকশনের কর্ণধার আসলাম সেরিনিয়াবাত বলেন, প্রতি বছরের মতো এবছরও আমার গ্রামের মানুষ আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কখন আমি হজ শেষে দেশে আসবো এবং গ্রামের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণের মাধ্যমে সহায়তা করবো।
কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ও ফাস্ট লেডির সাথে স্বপরিবারে হজ পালন করায় কিছুটা বিলম্ব হলেও অবশেষে আমি দেশে এসে আমার গ্রামের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ কাযক্রম সম্পন্ন করতে পেরে আল্লাহ তায়া’লার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
এ উপলক্ষে সেখানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। যেখানে মহামান্য রাষ্ট্রপতি, ফার্স্ট লেডি, তার পরিবারবর্গ এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
আসলাম সেরনিয়াবাত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক, গাড়ী আমদানীকারক ও বিক্রেতাদের শীর্ষ সংগঠন বারভিডা’র সিনিয়র সহ-সভাপতি, লায়নস ক্লাব অব ঢাকা গ্রান্ড-এর অন্যতম সদস্য, বারিধারা সোসাইটির সদস্য এবং ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে নির্মাণাধীন একটি পাঁচ তারকা হোটেল ও গাজীপুরে নির্মাণাধীন একটি মনোরম রিসোর্টের উদ্যোক্তা।
তিনি দেশের একজন শীর্ষ আয় করদাতা। তিনি ২০২২ সালে ১০ম বারের মতো ঢাকা জেলায় শীর্ষ করদাতার পুরস্কার অর্জন করেন। আসলাম সেরনিয়াবাতের জন্ম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী গ্রামে।আসলাম সেরনিয়াবাত বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস