Top
সর্বশেষ

ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

১৩ জুলাই, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
ট্রাকের ধাক্কায় কৃষক নিহত
রংপুর প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় খাদ্য বহনকারী ট্রাকের ধাক্কায় হাবু মুন্সি (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর সয়রাবাড়ি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবু বিদিতর মাঝাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আলমদিতর ইউনিয়নের তুলশিরহাট থেকে কাজী ফার্মসের খাদ্যবাহী ট্রাক ইউনিয়নের সয়রাবাড়ির দিকে যাচ্ছিলো। ট্রাকটি সয়রাবাড়ি ব্রীজ এলাকায় এলে সাইড দিতে গিয়ে সাইকেল আরোহী হাবু মুন্সিকে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে ঘটনাস্থলে তিনি
মারা যান।

এ সময় উত্তেজিত জনতা ট্রাকসহ চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ট্রাকের ধাক্কায় কৃষক হাবু মুন্সি নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার