রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে গত শুক্রবার সকাল ১১টায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে এরশাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, এরশাদের পরিবারের পক্ষ থেকে সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এরপর সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকাল ৬টায় সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণও প্রচার করা হয়। এছাড়া জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের ১৪ জুলাই ৯০ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে রংপুর নগরীর দর্শনাস্থ তাঁর পল্লী নিবাস বাসভবনের লিচুতলায় কবরস্থ করা হয়।