Top
সর্বশেষ

বন্যার পানিতে ভেসে এলো লাশ, উদ্ধার করলো পুলিশ

১৫ জুলাই, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
বন্যার পানিতে ভেসে এলো লাশ, উদ্ধার করলো পুলিশ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের ঢুষমারা থানার আওতায় রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা গ্রামে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার বেলা ১২টার দিকে ওই এলাকার গাছ বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানা অফিসার ইনর্চাজ মো. মোস্তাফিজুর রহমান। পুলিশ জানায়, গত শুক্রবার বেলা ১২টার দিকে মোহনগঞ্জ ইউনিয়ন থেকে স্থানীয়রা ফোন করে অজ্ঞাত লাশ দেখতে পেয়েছেন বলে জানায়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়। তবে ওই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি এবং স্থানীয়রাও লাশটিকে শনাক্ত করতে পারেন নি।

ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল স্থানীয়দের খবর পেয়ে চিলমারী নৌ থানার সহযোগীতায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুও মামলা রজু করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

 

শেয়ার