Top
সর্বশেষ

নবাবগঞ্জে ল্যাম্পিস্কিন রোগে গরু মৃত্যু বেড়েছে

১৬ জুলাই, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
নবাবগঞ্জে ল্যাম্পিস্কিন রোগে গরু মৃত্যু বেড়েছে
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মহামারী আকারে বিস্তার করেছে। এ পর্যন্ত এ এলাকায় শতাধিক গরুর বাছুর / বড় গরু, মাঝারী গরু মারা গেছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে জানিয়েছেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

উপজেলার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ (এলএসডি)। ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়ে গত কয়েক সপ্তাহে অন্তত শতাধিক গরু মারা যাওয়ার কথা জানিয়েছেন কৃষক ও গৃহস্থরা। কোরবানি ঈদের আগে থেকেই গবাদিপশুতে এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় আছেন খামারীসহ গবাদিপশু পালনকারীরা।

প্রাণিসম্পদ কর্মকর্তা ও চিকিৎসকরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে এ বছর বর্ষা মৌসুমের আগেই লাম্পি স্কিনের সংক্রমণ দেখা দিয়েছে। তবে তা মহামারী আকারে ছড়াচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নে গত কয়েকদিনে এই রোগে আক্রান্ত হয়ে অনেক গরু মারা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু নবাবগঞ্জ উপজেলাতেই নয়, অন্য উপজেলাতেও এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত পশুর সংখ্যা বাড়ছে। সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকায় সংক্রমণ ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রাণী চিকিৎসকরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, এই রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও আক্রান্ত পশু ও মৃত্যুর পরিসংখ্যান তাদের কাছে নেই। আক্রান্ত পশু অনেক সময় ভুল চিকিৎসার কারণেও মারা যাচ্ছে ।

তবে, এই মহামারী রোগকে পুঁজি করে অনেক হাতুড়ে, ডাক্তার নামধারী ব্যক্তি ফয়দা লুটছে।

শেয়ার