Top

ইউপি নির্বাচনে একটিতে আ.লীগ ও পাঁটিতে স্বতন্ত্র প্রার্থী জয়

১৮ জুলাই, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ণ
ইউপি নির্বাচনে একটিতে আ.লীগ ও পাঁটিতে স্বতন্ত্র প্রার্থী জয়
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফলে একটি আওয়ামী লীগের প্রার্থী এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।

গত সোমবার রাতে নির্বাচন সংশ্লিষ্ট্য কর্মকর্তা এ সব ফলাফল ঘোষণা করেন।

জেলার কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছোহরাব আলী (মোটরসাইকেল) ৪ হাজার ৬৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিম সিকদার (আনারস) পান ৩ হাজার ৭৯০ ভোট। একই উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান তালুকদার ৬ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল) পান ৫ হাজার ৩৫২ ভোট।

এদিকে জেলার সখীপুর উপজেলায় হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ শাহজাহান খান (মোটরসাইকেল) ৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রনি আহমেদ পেয়েছেন ৩ হাজার ১৭৯ ভোট। হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খান ৩ হাজার ৮৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট।

কালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন ৭ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন পান ৬ হাজার ৪৭৭ ভোট। বড়চওনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আজহারুল ইসলাম ৪ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার ৪ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।

এর আগে ব্যাপক কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গত সোমবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রতিটি ইউনিয়নে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

শেয়ার