Top
সর্বশেষ

বিএসটিআই এর ৫৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা

১৯ জুলাই, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
বিএসটিআই এর ৫৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা
রংপুর প্রতিনিধি :

খাদ্য দ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজাল রোধ বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় অভিযান চালিয়ে বিএসটিআই এর মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট), চিপস ও বেকারী পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরনের কারণে ৫২টি ক্লে-ব্রিকস (ইট), ১টি চিপস ও ১টি বেকারী বিরুদ্ধে মামলা কয়েছে।

মামলাগুলো স্ব স্ব জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্টে আদালতে দায়ের করা হয়েছে বলে বুধবার বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএসটিআই এর মান সনদ না থাকায় রংপুর জেলার হক বিব্রস এক ও দুই, বি বি এল-২ বিব্রস, রয়েল বিব্রস, এম বি সি ব্রিকম, আর বি এল-২ বিব্রস, ইউনিক ব্রিকস ম্যানুফ্যাকচারিং, ইউনিক ব্রিকস ম্যানুফ্যাকচারিং-২, রয়েল ব্রিকস -১, ইউ বি এল ব্রিকস, ইউ বি এল-২, ই বি এল ব্রিকস, ইউ বি ব্রিকস,এম সি বি ব্রিকস মন্ডল ব্রিকস ম্যানুফ্যাকচারিং, সাজু ব্রিকস, ন্যাশনাল ব্রিকস, ফজিলা ব্রিকস কোম্পানি, এমবিএল বিব্রস, শাহ বাদার্স বিব্রস, রহমান ব্রাদার্স বিব্রস, জিবিএল ব্রিকস, জিবিএল ব্রিকস-২,জনতা ব্রিকস, এম বি বি ব্রিকস, কাদের ব্রিকস কোং, মাহি ব্রিকস, এম এ বি অটো ব্রিকস, বিপিএল ব্রিকস,এ এস বি ব্রিকস-৩, একতা ব্রিকস, সোহাগী ব্রিকস, এ কে ব্রিকস, জহুরা ব্রিকস, আইপি ব্রিকস, শামা ব্রিকস, এস কে ব্রিকস, বাড়ী ব্রিকস, এ এম ব্রিকস, এম জে বি ব্রিকস, নীড় ব্রিকস, মা ব্রিকস, জেড এম বি ব্রিকস, এস কে ব্রিকস-২, এম জে বি ব্রিকস, এম আর বি ব্রিকস, আর ইউ এস ব্রিকস, এইচ কে বি ব্রিকস, এ বি ব্রিকস ও কে আর বি ব্রিকস।

পণ্যের গুণগত মানসনদ না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে রংপুর বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাদী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দাখিল করেন।

শেয়ার