Top

ববি শিক্ষার্থীদের ওপর হামলা: বরিশালে প্রতিবাদ সমাবেশ

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
ববি শিক্ষার্থীদের ওপর হামলা: বরিশালে প্রতিবাদ সমাবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সচেতন নাগরিকদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও তিন দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশালের সচেতন নাগরিক সমাজের সদস্যরা।

‘সচেতন নাগরিক সংহতি, বরিশাল’- এর ব্যানারে কবি হুজাইফা রহমানের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক দুলাল মজুমদার, ডাক্তার মনীষা চক্রবর্তী, কবি অপূর্ব গৌতম, আলোকচিত্রী শিল্পী কিশোর কর্মকার, চলচ্চিত্র শিল্পী অরুণাভ বিলে, কণ্ঠশিল্পী আবির মজুমদার, চিত্রশিল্পী সুজয় সরকার, ছাত্রনেতা নবীন আহমেদ, ছাত্রনেতা রাহুল দাস, ছাত্রনেতা সন্তু মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাৎ হৃদয়, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী হাসিব আহমেদ, বরিশাল সিটি কলেজের শিক্ষার্থী সাকিব, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট বরিশালের শিক্ষার্থী অদ্রি প্রমুখ।

শুরুতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাহুল দাসের লেখা গান কবি হুজাইফা রহমান গেয়ে শোনান।

এরপর সমাবেশ থেকে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলাকারীদের মদদদাতাদের বিচারের দাবি জানান।

শেয়ার