Top
সর্বশেষ

জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

২৩ জুলাই, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
রংপুর প্রতিনিধি :

সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডলসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ক্রমেই এগিয়ে চলেছি। আমাদের সরকার ও সমাজ হবে স্মার্ট। স্মার্ট বাংলাদেশে কম খরচে ভালো মানের সেবা গ্রহণ করতে পারবেন সেবাগ্রহীতারা। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ভাল আচারণের মধ্য দিয়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করবো। এ সময় রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবস উপলক্ষে একটি র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার