Top
সর্বশেষ

বিএসটিআই এর অভিযান দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

২৪ জুলাই, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
বিএসটিআই এর অভিযান দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুর প্রতিনিধি :

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা লালমনিহাট ও নীলফামারী জেলায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও অপর একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে।

সোমবার বিকেলে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদেও কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা ও বিএসটিআই লাইসেন্স না থাকায় নিউ মিতু আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বিএসটিআইয়ের অপর একটি দল নীলফামারী জেলায় অভিযান পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করা করে অপরাধে সয়াবিন ও পাম ওয়েল তেল উৎপাদন করায় হায়াত এগ্রো ফুড এন্ড বেভারেজ সীলগালা করে এর মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দয়ের করে। সেই সাথে প্রতিষ্ঠানটির মালামাল জব্দ করেন।

শেয়ার