Top
সর্বশেষ

জব ফেয়ারে শতাধিক বেকারের চাকুরি

২৫ জুলাই, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
জব ফেয়ারে শতাধিক বেকারের চাকুরি
কুড়িগ্রাম প্রতিনিধি: :

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত জব ফেয়ার ও বিভিন্ন প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে শতাধিক বেকারকে চাকুরি দিয়েছে। মঙ্গলবার সকালে টিটিসি চত্বরে এই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক জানান, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সহযোগিতায় পরিচালিত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামে প্রকল্পের আওতায় চারমাস ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা এই তাৎক্ষণিক চাকুরির সুযোগ পাচ্ছেন।

মেলায় অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, প্রাণ আরএফএল, এবি ইঞ্জিনিয়ারিং, ইউনিক ইন্টরিয়ার, রংপুর ফাউন্ডি লিমিটেড, বিক্রমপুর প্লাষ্টিক লিমিটেড, ম্যাটাডোর গ্রুপ, পারটেক্স গ্রুপ।

টিটিসি সূত্রে আরো জানা গেছে, সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল এন্ড মেইনটেনেন্স, ওয়েল্ডিং ও কনজুমার ইলেকট্রনিক্স ট্রেডে ৫০০ প্রশিক্ষণার্থীর মধ্যে এর আগে দুই শতাধিক প্রশিক্ষণার্থীর চাকুরি হয়েছে।

শেয়ার